
হিন্দু জিজ্ঞেস করল: কোনটি ভাল, হিন্দুধর্ম বা ইসলামের এবং কেন?
Description
জনৈক হিন্দু ব্যক্তির প্রশ্ন: “আমি ভারত মহাসাগরের তীরবর্তী মরিশাসের অধিবাসী। অনুগ্রহ করে আমাকে জানাবেন, কোন দীনটি (ধর্ম) উত্তম এবং কেন? হিন্দুধর্ম নাকি ইসলাম? উল্লেখ্য যে, আমি একজন হিন্দু ধর্মাবলম্বী”। অত্র ফাতওয়ায় তার উত্তর প্রদান করা হয়েছে।